নিজস্ব প্রতিবেদক: “মানুষ মানুষের জন্য” এই বাণীকে সামনে রেখে যেকোনো বিপদে মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাহলেই মানবতার জয় হবে।
সারা বিশ্ব করোনা ভাইরাসের প্রকোপে কাঁপছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। সংক্রমণের বিস্তার রোধে বন্ধ হয়ে গেছে অফিস আদালত, পরিবহণ। স্বল্প আয়ের মানুষ, দিন-মজুর, খেটে খাওয়া মানুষের আয় কমে গেছে। তাঁদের দিনযাপন অনেকটা কঠিন হয়ে পড়তে পারে।
সেই ভাবনা থেকে নিজ এলাকার ৩০টি দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন নারায়নগঞ্জের মানবাধিকার কর্মী ফেরদৌসী আক্তার রেহেনা। তিনি প্রায় ২৫টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, সাবান বিতরণ করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, “করোনা ভাইরাস সামাজিক বিপর্যয়ের আভাস দিচ্ছে। মহান আল্লাহ নিশ্চয়ই আমাদের এ সংকট থেকে রক্ষা করবেন। এ সময় দরিদ্র মানুষের জন্য আমার সাধ্যানুযায়ী সামান্য কিছু সাহায্য করতে চেষ্টা করেছি।” তিনি আরও জানান, “আমি আমার ভাড়া বাসার ভাড়াটিয়াদের মার্চ মাসের (১৫টি রুমের) ভাড়া মওকুফ করে দিয়েছি।” তিনি আরও বলেন, এ প্রচারণা আত্ম প্রচারণার জন্য নয়, অপরকে উদ্ভুদ্ধ করার জন্য।
তিনি দেশের এই ক্রান্তি লগ্নে যার যেমন সামর্থ্য তেমন করে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ জানেন। তিনি যাতে এভাবে মানবতার জন্য কাজ করে যেতে পারেন সে জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।