নিজস্ব প্রতিবেদক: পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার মহোদয় অদ্য ০৯/০২/২০ খ্রিঃ রবিবার সন্ধ্যায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব প্রাঙ্গণে প্রেসক্লাব এর আয়োজনে সকল শ্রেণী-পেশার সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্যস্ততার গন্ডি পেরিয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে এ ধরনের একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘খেলাধুলার মধ্য দিয়ে একজন মানুষের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। একজন মানুষ সুস্থ ও সুন্দরভাবে জীবন যাপন করতে পারেন।’ তিনি আরো বলেন, ‘একটি শ্রেণী পেশা হিসাবে সাংবাদিকরা যেমনি তাদের সঠিক লিখনীর মাধ্যমে, তাদের গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাদের তথা সমাজের চোখ খুলে দিয়ে সমাজকে সচেতন করেন, দেশকে তূলে ধরার মাধ্যমে তাদের পেশাগত দায়িত্ব কর্তব্য পালন করেন; খেলাধুলার মধ্য দিয়ে সেটা হবে আরো বেশি গঠনমূলক ও সমৃদ্ধ । সামাজিক দায়বদ্ধতা ভুলে আমরা যেন আমাদের পেশাগত দায়িত্ব টাকে বড় করে না দেখি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ পুলিশকে বলেছেন “তোমরা ব্রিটিশ পুলিশ নও, তোমরা পাকিস্তানের পুলিশ নও তোমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের পুলিশ। আমরা জাতির পিতার সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য, গণমুখী পুলিশিং তথা সামাজিক পুলিশিং নিশ্চিত করার জন্য “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে জনগণের পুলিশ হওয়ার জন্য বাংলাদেশ পুলিশ তথা বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন ধরনের সেবামূলক পদক্ষেপ যেমন পাড়ায়-মহল্লায় কমিউনিটি পুলিশিং জোরদার করা, প্রতি মাসে প্রতিটি থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠান আয়োজন, স্কুল পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থী তথা অভিভাবকদের সচেতন করা, জাতীয় জরুরী সেবা(৯৯৯) চালু করেছি। আর জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সাংবাদিক পুলিশসহ সকল শ্রেণী পেশার মানুষদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে কাধেঁ কাধঁ মিলিয়ে একসাথে কাজ করার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম।’ অতপরঃ মাননীয় প্রধান অতিথি খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি জনাব মানবেন্দ্র বটব্যাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব-৮, বরিশাল এর সিও জনাব আতিকা ইসলাম, আরো উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, সহকারি পুলিশ কমিশনার(স্টাফ অফিসার টু কমিশানর) জনাব আঃ হালিম সহ বরিশালের সকল পেশাজিবী সাংবাদিক বৃন্দ।
শিরোনাম :
খেলাধুলার মধ্য দিয়ে সাংবাদিকদের পেশাগত মস্তিষ্ক ও লেখনীর হাত হবে আরো বেশি সমৃদ্ধ ও শক্তিশালী: পুলিশ কমিশনার, বিএমপি।
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৭:০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- ৪৭৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ