রোজ রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৭:৩০


					
				
বরিশালে ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন হলো ডিজিটাল মেলা

বরিশালে ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন হলো ডিজিটাল মেলা

শাহাজাদা হিরা।।বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল মেলা উদ্বোধন করা হয়েছে।

২৮ জুন বরিবার দুপুরে জুম ভিডিও সফটওয়্যারের মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এ সময় জেলা প্রশাসক করোনা পরিস্থিতির মধ্যেও ডিজিটাল মেলায় অংশগ্রহণ করায় সব প্রতিষ্ঠানকে ধন্যবাদ ও মেলা ভার্চুয়াল জগতে মেলা উপভোগ করার আমন্ত্রণ জানান। জুম সফটওয়্যারে জেলা প্রশাসকের সাথে সংযুক্ত ছিলেন জেলার সব সরকারি কর্মকর্তা ও সরকারি এবং বেসরকারিভাবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান প্রধান ও ব্যক্তিরা।

উল্লেখ্য ডিজিটাল মেলা-২০২০ উপভোগ করা যাবে জেলা প্রশাসনেরওয়েবসাইট(www.barisal.gov.bd) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট (www.ictd.gov.bd) এ লিংক থেকে।

এছাড়াও জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ ‘বরিশাল জেলা প্রশাসন’ এ মেলা সম্পর্কিত সব তথ্য পাওয়া যাবে। মেলার সব প্রকার ভিডিও উপভোগ করা যাবে জেলা প্রশাসনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘Dc Barishal’এ(লিংকঃhttps://www.youtube.com/channel/UCM8xRtW49ETUYpNt1jRfS2A)।

সবাইকে মেলা উপভোগ করার জন্য বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। মেলা চলবে ২৮, ২৯ এবং ৩০ জুন পর্যন্ত।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮