সাইফুল ইসলাম: করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কর্মহীহীন হয়ে পড়েছে খেটে খাওয়া প্রান্তিক পর্যায়ের মানুষ। এই সংকট থেকে মুক্তি পেতে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। বাংলাদেশ পুলিশ বাহিনী শুরু থেকেই মাঠ পর্যায় থেকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে, সেবা দিয়ে যাচ্ছে। অনেক দায়ভার স্বেচ্ছায় নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন। পিছিয়ে নেই বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র গর্বিত ও আদর্শ সদস্যরাও।
দয়িত্বশীল পুলিশ যোদ্ধাদের সন্তানরাও এই দায়িত্ববোধে নিজেদের সম্পৃক্ত করে নিয়েছে।
বিএমপি বন্দর থানার অফিসার এএসআই (নিঃ) রুমা পারভীন এর বরিশাল জিলাস্কুল এ পঞ্চম শ্রেণী পড়ুয়া সন্তান মোঃ কামরুজ্জামান জয় চলমান এই করোনা যুদ্ধের আর্থিক সহায়তা হিসেবে নিজের ঈদ শপিং ও মাটির ব্যাংক এ জমানো টাকা বিএমপি ত্রাণ ভান্ডারে জমা দেন।
এছাড়াও পরিবার সূত্রে জানা যায় এই এগারো বছরের কামরুজ্জামান জয় তাঁর মায়ের কর্তব্যকালীন বাসায় অনুপস্থিতিতে গত মার্চ ও এপ্রিলে প্রাপ্ত সমুদয় রেশন সামগ্রী করোনা প্রাদুর্ভাবে পরিস্থিতির শিকার সুবিধা বঞ্চিত পরিবারের হাতে তুলে দেন। জয়ের বাবা জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন কাজী, এনএসআই ফিল্ড অফিসার হিসেবে পটুয়াখালী জেলায় কর্মরত আছেন।
আজ ২০ মে ২০২০ খ্রিঃ বিএমপি সদরদপ্তর কার্যালয়, বরিশালে বিএমপি কমিশনার মহোদয়ের পক্ষে উপ-পুলিশ কমিশনার, সাপ্লাই এন্ড লজিস্টিকস জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের উক্ত দান গ্রহণ করেন।