ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সুস্থ হয়ে দেশে ফিরছেন ওবায়দুল কাদের

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৪:৪২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯
  • ২৮২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশের পথে রওনা হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মন্ত্রী মহোদয়কে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৮৫ ফ্লাইটটি বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে উড্ডয়ন করেছে। আশা করা যাচ্ছে, সন্ধ্যা ৬টা নাগাদ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে মঙ্গলবার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পুরোপুরি সুস্থ রয়েছেন। তিনি বুধবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন।’
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাকে অভ্যর্থনা জানাবেন বলেও জানান হানিফ।

গত ৩ মার্চ হঠাৎ বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। আরও উন্নত চিকিৎসার জন্য দুদিন পরই তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

সুস্থ হয়ে দেশে ফিরছেন ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৪:৪২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯

অনলাইন ডেস্কঃ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশের পথে রওনা হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মন্ত্রী মহোদয়কে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৮৫ ফ্লাইটটি বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে উড্ডয়ন করেছে। আশা করা যাচ্ছে, সন্ধ্যা ৬টা নাগাদ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে মঙ্গলবার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পুরোপুরি সুস্থ রয়েছেন। তিনি বুধবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন।’
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাকে অভ্যর্থনা জানাবেন বলেও জানান হানিফ।

গত ৩ মার্চ হঠাৎ বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। আরও উন্নত চিকিৎসার জন্য দুদিন পরই তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।