ধানসিঁড়ি নিউজ।।বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বরিশাল সদর উপজেলা ২২টি ও মহানগরের ৪৩টি পূজা মণ্ডপে অনুদান প্রদান করেছেন।
তিনি ব্যক্তিগত তহবিল থেক বরিশাল সদর উপজেলা ২২টি ও মহানগরের ৪৩টি পূজামণ্ডপের প্রতিটিতে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। মঙ্গলবার সকাল ১১টায় বরিশাল সদর উপজেলা পরিষদের মিলানায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান পুজা মণ্ডপ ও উদযাপন কমিটির হাতে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দেয়া অনুদান বুঝিয়ে দেন।
এছাড়াও ঐসময় মন্ডপ প্রতি মাস্ক ও গেঞ্জি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহামুদুল হক খান মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দে নারু,জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কুডু মূখার্জী সহ প্রমুখ।