নিউজ ডেস্ক: আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, দেশে নতুন করোনা রোগী পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টায় ১০ জনের নমুনা পরীক্ষা করা হলে কারও দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১০ জনকে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। এ পর্যন্ত মোট ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সভাকক্ষে বুধবার সকালে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এর আগে গত রোববার (৮ মার্চ) বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী। তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থার উন্নতি হওয়ায় ছেড়ে দেয়া হবে।