নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌযান পরিবহন ও যাত্রী পারাপার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ(সিএমপি)।
শনিবার(১১এপ্রিল) চট্টগ্রাম মহানগর পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তার রোধে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় জরুরী সেবায় নিয়োজিত ব্যক্তি এবং ঔষধ, খাদ্যদ্রব্য ও রপ্তানি পণ্য ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে নৌযান যোগে পরিবহন ও যাত্রী পারাপার এখন থেকে বন্ধ থাকবে।
জরুরী সেবা, ঔষধ ও খাদ্যদ্রব্যের ক্ষেত্রে পাড়াপাড়ের সময় অবশ্যই সীমিত আকারে যাত্রী সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে পারাপার করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, যানবাহন ও লোকজনের চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করার পরও নগরীর সদরঘাট, অভয়মিত্র ঘাট, বাংলাবাজার ঘাট, ব্রীজঘাট, ৪নং ঘাট, ৯নং ঘাট, ১২নং ঘাট, ১৪নং ঘাট, ১৫নং ঘাট, টিংটোঙ্গারের ঘাট, মাতব্বর ঘাটসহ আরো কিছু এলাকায় কর্ণফুলী নদীতে নৌকাযোগে যাত্রী পাড়াপাড় হয়। এতে করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির আশংকা রয়েছে। তাই আজ ১১/০৪/২০২০ খ্রিঃ হতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর সকল ঘাট হতে নৌযান চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হলো।