ধানসিঁড়ি নিউজ।। মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারিরা তার বসতঘর ভাংচুর ও মালামাল লুট করে বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলায় মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান (৮০), রুবিয়া বেগম (৩৫) ও মাকসুদা বেগম (২৫) গুরুতর আহত হয়েছেন। তাঁদেরকে মেহেন্দিগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান এই প্রতিবেদককে জানান, পূর্ব শত্রুতার জের ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সালাউদ্দিন ছালা ও তার ভাই নিজাম উদ্দিন নিজা ঢালী মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের উপর সোমবার সকালে কথিত চাঁদাবাজ ছালা, নিজা, আফসার, বেল্লালের নেতৃত্বে ৭/৮ জনের একদল সন্ত্রাসী মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের বসতঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়।
এসময় বাধা দিতে গেলে তাদের হামলায় মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানসহ পরিবারের তিন সদস্য গুরুতর আহত হয়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এব্যাপারে নিজাম উদ্দিন ঢালীর সাথে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান, আমি মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানকে মারব তো দূরের কথা তার বাড়িতেই যাই নাই।
এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ আবিদুর রহমান জানান, মুক্তিযোদ্ধার উপর হামলার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।