অনলাইন ডেস্কঃ গতকাল ১৯ ফেব্রুয়ারি বুধবার গংগারামপুর গ্রামকে ক্লাইমেট স্মার্ট ভিলেজ তৈরির লক্ষ্যে এবং প্লাস্টিক বর্জন বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য সচেতনতা বৃদ্ধিমুলক ক্যাম্পেইন এর আয়োজন করা হয়।
খুলনা জেলাস্থ বটিয়াঘাটা থানার গংগারামপুর গ্রামে গতকাল সকাল ১০ টায় আলোর বাহন যুব সংগঠন এর আয়োজনে এবং কোডেক ই ওয়াই ডাব্লু প্রকল্প এর সহযোগীতায় এই আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই ওয়াই ডাব্লু প্রকল্প এর সমন্বয়কারী লোকমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি এফ নুরজাহান লিপি এবং ওয়ার্ড মেম্বর নিহার রঞ্জন সরকার।
গংগারামপুর গ্রামকে ক্লাইমেট স্মার্ট ভিলেজ তৈরির লক্ষ্যে এবং প্লাস্টিক বর্জন বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য সচেতনতা বৃদ্ধিমুলক ক্যাম্পেইন এটি। কোডেক ই ওয়াই ডাব্লু প্রজেক্টের সদস্যরা আলোর বাহন যুব সংগঠনের সদস্যদের সাথে গ্রামবাসিরাও সচেতনতা বৃদ্ধিমুলক ক্যাম্পেইন অংশ নেয়।
প্রধান অতিথি ই ওয়াই ডাব্লু প্রকল্প এর সমন্বয়কারী লোকমান হোসেন বলেন, আমাদের আগামী প্রজন্মকে সুন্দর রাখতে আমাদের উচিত প্লাস্টিক ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া।
আলোর বাহন যুব সংগঠন এর সদস্য জয় চক্রবর্তী বলেন, এটা মুলত প্লাস্টিক বর্জন বিষয়ক সচেতনতামুলক ক্যাম্পেইন।কোডেক ই ওয়াই ডাব্লু ও আলোর বাহন যুব সংগঠনের সদস্যরা মিলে করেছে এই ক্যাম্পেইন এবং গ্রামবাসীরা অনেকে আমাদের সাথে কাজ করেছে। আমাদের এখানে একটা গ্রামকে ক্লাইমেট স্মার্ট ভিলেজ বানানোর প্রস্তাব পাস হয়েছে। তাই সেই গ্রামে এই সচেতনতামুলক প্রচারনা।
সকাল ১০ টায় শুরু হওয়া এই সচেতনতামুলক ক্যাম্পেইন দুপুর ১ টায় শেষ হয়।