অনলাইন ডেস্ক:
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার ধুলদী রেলগেট এলাকায় পবিত্র ঈদুল ফিতরের সকালেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬ জন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
বুধবার সকাল পৌনে ৭টার দিকে মহাসড়কের ধুলদী রেলগেট এলাকায় এ.কে. ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে বাসের চালক ও হেলপার রয়েছেন বলে জানা গেছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, সকাল পৌনে ৭টার দিকে এ.কে. ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের যাচ্ছিল।
আহতরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীরা জানান, বাসচালক ঘুমিয়ে পড়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। নিহত এবং আহতদের সবার বাড়ি সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮
Desing & Developed BY ধানসিঁড়ি আইটি