স্টাফ রিপোর্টার: সম্প্রতি সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে “গলাকাটা-ছেলেধরা” আতঙ্ক। দেশের বিভিন্ন জায়গায় লোক মুখে ছড়িয়ে পড়েছে “ছেলেধরা শিশুদের ধরে গলা কেটে নিয়ে যায়।” এমনটিও শোনা গেছে, ছেলেধরা আতঙ্কে অনেক অভিভাবক তার সন্তানদের স্কুলে পাঠাচ্ছে না।
বরিশাল শহরেও এমন গলাকাটা-ছেলেধরা খবর ছড়িয়ে পড়েছে। শোনা গেছে, অভিভাবকগণ আতঙ্কিত হয়ে পড়েছে, সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছে।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) মহোদয় ধানসিঁড়ি নিউজকে বলেন, এটা সম্পূর্ণ গুজব। অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার জন্য তিনি আহবান জানান। তিনি বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠিয়ে ‘গলাকাটা-ছেলেধরা’ বিষয়টি সম্পূর্ণ গুজব বলে আস্বস্ত করেছেন এবং এ বিষয়ে কান না দেয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন।
বিএমপি কমিশনার মহোদয় আরও বলেন, কেহ এই ধরণের গুজব সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গুজব সৃষ্টিকারীর কোনো তথ্য জানলে তা আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮
Desing & Developed BY ধানসিঁড়ি আইটি