নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীতে রিফাত হোসেন (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার দুপুরে যাত্রাবাড়ীর দক্ষিণ শেখডির চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, এলাকার কতিপয় কিশোরদের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে বাকবিতন্ডা ও দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায় প্রতিপক্ষ রিফাত হোসেনকে ধারালো ছুড়ি দিয়া আঘাত করলে সে মারাত্মক জখম হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিতসক বিকেলে তাকে মৃত ঘোষণা করে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রিফাত যাত্রাবাড়ীর শনির আখড়ায় থাকতেন। রিফাতের বন্ধুদের বরাত দিয়ে তার পরিবার জানায়, দুপুরে সিনিয়র-জুনিয়রকে কেন্দ্রে করে রাকিব ও মহসিনসহ তিন যুবকের সঙ্গে রিফাতের বাকবিতন্ডা। এরপর তারা মিলে রিফাতকে ছুরিকাঘাত করলে সে মারা যায়। পরিবারের পাঁচ সন্তানের মধ্যে রিফাত ছিল তৃতীয়। এএসআই আব্দুল খান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮
Desing & Developed BY ধানসিঁড়ি আইটি