রোজ বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৬:৪২


শিরোনামঃ
বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন এর ২০২৩-২২৪ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত অভিজ্ঞতা ও সামাজিক কাজে এগিয়ে তাপস, নতুন মুখ খোকন সেরনিয়াবাত। আজ শপথ নিলেন দেশের ২২তম রাষ্ট্রপতি বরিশালে ০৩ কেজি গাঁজা সহ আটক ০১ জন। বরিশাল সহ দেশের পাঁচ সিটি কর্পোরেশনের নৌকার মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। রুচির খড়া কাটাতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন হিরো আলম তাসকিনের বিধ্বংসী বোলিংয়ে সিরিজে এগিয়ে গেল টাইগাররা মহান বিজয় দিবসে বরিশাল বেসরকারী সার্ভেয়ার এসোসিয়েশন (বিএনএসএ)’র শ্রদ্ধা নিবেদন Payday Loan Express, Simply Amazing! বিএম কলেজের সাবেক উপাধ্যক্ষের মৃতুতে শোক প্রকাশ
নকল চিপস কোম্পানির আবিস্কার ও কোম্পানির মালিককে ১ বছরের স্বশ্রম কারাদন্ডে দন্ডিত।

নকল চিপস কোম্পানির আবিস্কার ও কোম্পানির মালিককে ১ বছরের স্বশ্রম কারাদন্ডে দন্ডিত।

ধানসিঁড়ি নিউজঃ
আজ ২১ মে বিকেল আনুমানিক ৪ টায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল এর সার্বিক নির্দেশনায় বরিশাল নগরীর পলাশপুর এলাকায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ বিষয়ক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খান মোঃ আব্দুল্লাহ আল মামুন। এসময় পলাশপুর লিটন হাওলাদার এর কারখানায় এম হোসেন গলি ৫ নং ওয়ার্ড সিটি কর্পোরেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে বেশ কিছু নামি দামী কোম্পানি নকল চিপস এবং বিভিন্ন খাবার যেমন-প্রাণ চিপস, টিফিন চিপস, হরলিকস, অলটাইম, শেফ ফুট, পাপস চিপস, শনপাপরী, বিস্ক ক্লাব, মার্যা ক্রিম, ঝিনুক চিপস, চানাচুর, মোয়া, বুট ইত্যাদি খাবার সামগ্রী উৎপাদন, প্যাকেজিং ও বাজারজাতকরণ, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে, খাবারের নিম্নমান, পোড়া তেলের ব্যবহার, খাবার অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুতকরণ ইত্যাদি কারণে। নিরাপত্তা খাদ্য আইন ২০১৩ এর ৩৭ ধারা মোতাবেগ কৃত অপরাধে মালিক মোঃ লিটন হাওলাদার কে ১ বছরের স্বশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেয় হয়। এসময় প্রসিকিউশন প্রদান করেন স্যানিটেরি ইন্সপেক্টর, বরিশাল সিটি কর্পোরেশন, সৈয়দ এনামুল হক। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোতয়ালী মডেল থানা পুলিশ সদস্যরা। এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮