বরিশালে বিএমপি’র অভিযানে গাঁজাসহ দুই গাঁজা ব্যবসায়ী গ্রেফতার।
গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা বিএমপির একটি চৌকস টিম ২২ এপ্রিল ২০২২ রাত ১০টা ৩০ মিনিটে কোতয়ালী মডেল থানাধীন ২১নং ওয়ার্ডস্থ মুসলিম গোরস্থান রোড ধোপা বাড়ীর মোড়ের দক্ষিণ পাশে “প্রত্যাশা” নামক বিল্ডিং এর সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায়, ৫০০ গ্রাম গাঁজা সহ মোঃ আবীর হোসেন খান (২০), পিতা- মোঃ আতিকুজ্জামান, মাতা- মোসাঃ লিপি বেগম, সাং- দারোগা বাড়ী, লাকুটিয়া সড়ক, বিল্ববাড়ী, ০৮নং ওয়ার্ড, থানা- এয়ারপোর্ট, বিএমপি, বরিশাল এবং মোঃ পলাশ হাওলাদার (৪০), পিতা- মৃত দোলোয়ার হোসেন হাওলাদার, মাতা- সুফিয়া বেগম, সাং- নুরুল হক হাওলাদার বাড়ী, মুন্সিবাড়ী মসজিদ সংলগ্ন, লাকুটিয়া সড়ক, বিল্ববাড়ী, ০৮নং ওয়ার্ড, থানা- এয়ারপোর্ট, বিএমপি, বরিশালদ্বয়কে আটক করেন।
ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮
Desing & Developed BY ধানসিঁড়ি আইটি