বরিশালে গতকাল ১০ এপ্রিল ২০২২ খ্রিঃ নগর গোয়েন্দা বিএমপির একটি চৌকস টিম বিএমপি কাউনিয়া থানাধীন ০১ নং ওয়ার্ডস্থ বাশেঁর হাটের পশ্চিম পাশে “মেসার্স জান্নাত হারবাল সেন্টার” নামক দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা সহ
মোঃ সাইদুল ইসলাম ওরফে সাইফুল ইসলাম ওরফে সুমন (৪৬), পিতা-লুৎফর রহমান মাস্টার, মাতা-লুৎফুননেছা মনিকা, সাং- পশ্চিম কাউনিয়া, তালুকদার লেন, বিসিসি ০১নং ওয়ার্ড, থানা- কাউনিয়া, বিএমপি, বরিশালকে আটক করেন।
ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।