অনলাইন ডেস্ক: বাহরাইনে সড়ক দুর্ঘটনায় মিনিবাস উল্টে হারেছ খান নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় ভোর ৪টায় চিতরা এলাকায় থানার অদূরে সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হন শরীয়তপুরের খলিল নামের অপর এক বাংলাদেশি। চালকসহ বাকি ৩ জন সৌভাগ্যক্রমে বেঁচে যান। নিহত হারেছের মৃতদেহ স্থানীয় সালমানিয়া মেডিকেল কমপ্লেক্স মর্গে রাখা হয়েছে। আহত খলিলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের তথ্য ও জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার।
নিহত হারেছের পূর্ণ পরিচয় তাৎক্ষণিক জানা না গেলে ও তিনি ঢাকার দোহারের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা যায়।
আহত খলিল সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে কাজ শেষে বুধবার ভোরে চালকসহ ৫ বাংলাদেশি একটি মিনিবাসে ঘরে ফিরছিলেন। গাড়িটি উচ্চ গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশের রেলিং ও পিলারের সঙ্গে ধাক্কা লেগে মিনিবাসটি উল্টে যায়।
এতে চালকের পাশে থাকা হারেছ মারা যান। খলিল আহত হন। বাকিরা অক্ষত রয়েছেন।
বাহরাইনের নতুন নিয়ম অনুযায়ী মৃতদেহ দেশে পাঠাতে মৃত্যুর ৭২ ঘণ্টার ভেতর মৃত্যুসনদ সংগ্রহ করতে হয়। সে অনুযায়ী নিহত হারেছের মৃতদেহ দেশে পাঠানোর যাবতীয় প্রক্রিয়া দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮
Desing & Developed BY ধানসিঁড়ি আইটি