নিজস্ব প্রতিবেদকঃপরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দেয়ার প্রত্যয়ে গড়ে ওঠা বিডি ক্লিন ধীরে ধীরে মহিরুহে পরিনত হচ্ছে। প্রতি সপ্তাহেই কোন না কোন নতুন জেলা বিডিক্লিনের কাজ কে ভালবেসে তাদের সাথে একাত্মতা ঘোষনা করে নিজেরা কাজে এগিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় এই সপ্তাহে নতুন যুক্ত হল বিডি ক্লিন পিরোজপুর।
একসঙ্গে ৩৭ টি জেলা শহরে পরিচ্ছন্নতা অভিযান। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার পরিচ্ছন্নতা অভিযান হলো “পিরোজপুর সদর হাসপাতালের আশপাশ”।
বিডি ক্লিনের সকল যোদ্ধাদের পথ চলা হোক পরিচ্ছন্নতার পথে, শপথ হোক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার।
যেখানেই থাকুক যতদূরেই থাকুক, স্বপ্নবাজ তারুণ্যের পথচলা থামে না কোনো কঠিন পরিস্থিতিতেও। পরিচ্ছন্ন বাংলাদেশের এ স্বপ্ন আপনার আমার আমাদের সবার। আমাদের দেশ তথা আমাদের চারপাশ পরিচ্ছন্ন থাকলে তা যেমন দৃষ্টিনন্দন হবে তেমনি তা রোগজীবাণু থেকেও মুক্ত থাকবে অনেকাংশে যা আমাদেরই সুস্বাস্থ্য নিশ্চিত করবে। আসুন নিজ নিজ জায়গা থেকে সচেতন হই। বন্ধ করি যত্রতত্র ময়লা ফেলার মানসিকতা এটাই বিডি ক্লিনের মূলবানী যেটা ছড়িয়ে দিচ্ছে সমগ্র বাংলাদেশে
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮
Desing & Developed BY ধানসিঁড়ি আইটি