ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট পেশ করা হবে

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১১:৩৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯
  • ৩৫৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন তথা চলতি সংসদের প্রথম বাজেট অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ ৫টায় অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলী নির্বাচন ও সংসদের সাবেক মন্ত্রী ও এমপিদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। আগামী বৃহস্পতিবার বিকাল ৩টায় চলতি সংসদের প্রথম ও ব্যক্তিগতভাবেও প্রথমবারের মতো ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এবারের বজেটও আগের রেকর্ড ভেঙ্গে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকার বাজেট পেশ হবে বলে জানা গেছে। গতবার ৪ লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছিল। এটি আওয়ামী লীগ সরকারের ২০তম বাজেট। এছাড়া দেশের ৪৮তম বাজেট।
চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস হবে ১৭ জুন এবং ১৮ জুন থেকে বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে। ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট পাস হবে ৩০ জুন। ১ থেকে ৬ জুলাই পর্যন্ত অধিবেশন মুলতবি থাকবে।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় উপনেতা বেগম রওশন এরশাদ, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বৈঠকে অংশ নেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশগ্রহণ করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ!

বৃহস্পতিবার ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট পেশ করা হবে

আপডেট সময় : ১১:৩৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯

অনলাইন ডেস্ক:

শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন তথা চলতি সংসদের প্রথম বাজেট অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ ৫টায় অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলী নির্বাচন ও সংসদের সাবেক মন্ত্রী ও এমপিদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। আগামী বৃহস্পতিবার বিকাল ৩টায় চলতি সংসদের প্রথম ও ব্যক্তিগতভাবেও প্রথমবারের মতো ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এবারের বজেটও আগের রেকর্ড ভেঙ্গে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকার বাজেট পেশ হবে বলে জানা গেছে। গতবার ৪ লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছিল। এটি আওয়ামী লীগ সরকারের ২০তম বাজেট। এছাড়া দেশের ৪৮তম বাজেট।
চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস হবে ১৭ জুন এবং ১৮ জুন থেকে বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে। ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট পাস হবে ৩০ জুন। ১ থেকে ৬ জুলাই পর্যন্ত অধিবেশন মুলতবি থাকবে।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় উপনেতা বেগম রওশন এরশাদ, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বৈঠকে অংশ নেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশগ্রহণ করেন।