নিউজ ডেস্ক: বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সমাজসেবা অধিদফতরের আয়োজনে বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে। বেদে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স’র সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল মহোদয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মামুন তালুকদার, উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর বরিশাল। উক্ত উনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবদুর রশীদ খান, অধ্যক্ষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সমাজসেবা বরিশাল, সাজ্জাদ পারভেজ, প্রবেশন অফিসার, জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল ও প্রশিক্ষনে অংশগ্রহণকারীগণ। বেদে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিনব্যাপী প্রশিক্ষণে ৫০ জন অংশগ্রহনকারী প্রত্যেককে ১টি করে সেলাই মেশিন, নগদ ১২,০০০/- হাজার টাকা এবং সনদ পত্র বিতরণ করা হয়।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮
Desing & Developed BY ধানসিঁড়ি আইটি