মনিরুল ইসলামঃ
২০১৯-২০ অর্থবছরের বাজেটে সংস্কৃতি খাতের মধ্যে ধর্ম ও বিনোদন খাতকে সম্পৃক্ত করা সহ বাজেটে সর্বনিম্ন ০.৮% বরাদ্দ করার প্রতিবাদে আজ (১৭ই জুন) বিকাল ৫ টায় স্থানীয় টাউন হলের সম্মুখে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি কাজল ঘোষ, শব্দাবলী গ্রুপ থিয়েটারের সভাপতি সৈয়দ দুলাল, খেয়ালী গ্রুপ থিয়েটারের সহ-সভাপতি টুনু রানী কর্মকার, বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সাবেক সভাপতি নজরুল ইসলাম চুন্নু, গ্রুপ থিয়েটার ফেডারেশান এর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাসুদেব ঘোষ, সাবেক সাধারন সম্পাদক মিন্টু কর, দক্ষিণাঞ্চল শিল্পী গোষ্ঠীর কার্যকরী সভাপতি এম আই হাদী, সমন্বয় পরিষদের সহ সভাপতি নাজমুল হোসেন আকাশ, উদীচী কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বিশ্বনাথ দাস মুন্সী। গন-সংগীত পরিবেশন করেন তানসেন সঙ্গীত বিদ্যালয় ও উদীচী শিল্পগোষ্ঠীর শিল্পীরা।