রোজ শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২৮


					
				
কঠোর স্বাস্থ্যবিধি মেনে ২ এপ্রিলই মেডিক্যাল ভর্তি পরীক্ষা

কঠোর স্বাস্থ্যবিধি মেনে ২ এপ্রিলই মেডিক্যাল ভর্তি পরীক্ষা

ধানসিঁড়ি নিউজ ডেস্ক : কঠোর স্বাস্থ্যবিধি মেনে আগামী ২ এপ্রিল মেডিক্যাল ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে সবাই একমত হয়েছেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে, সুন্দরভাবে পরীক্ষা নেবো।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২ এপ্রিল মেডিক্যাল ভর্তি পরীক্ষার জন্য এক লাখ ২২ হাজার আবেদন পড়েছে।

৫৫ কেন্দ্রে এই পরীক্ষা হবে। স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক, স্যানিটাইজার ও তিন ফুট দূরত্ব মানা হবে।

তিনি বলেন, পরীক্ষার প্রশ্নপত্র নিরাপদ করা হবে। এজন্য কেন্দ্রের আশপাশে কোচিং সেন্টার বন্ধ থাকবে।

কোনো ফটোকপি মেশিন কেন্দ্রের পাশে থাকবে না
অন্যদিকে, মেডিক্যাল ভর্তি পরীক্ষা স্থগিত করা নিয়ে একটি রিট আবেদন আদালত খারিজ করে দিয়েছে বুধবার।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam