ধানসিঁড়ি নিউজঃ
হিজলা উপজেলার ধূলখোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী আলীগঞ্জ বাজার জামে (বড় মসজিদ) মসজিদটির চারপাশের তিন পাশই এখন নদীর গর্বে নিমজ্জিত । আল্লাহর অশেষ রহমতে এখনো দাঁড়িয়ে আছে মসজিদটি। মসজিদটি ভয়ানক মেঘনার কবল থেকে রক্ষা করার প্রত্যাশায় কিছুদিন পূর্বে মাননীয় সংসদ সদস্য জননেতা পংকজ নাথ মহদয়ের আমন্ত্রণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম মসজিদটি পরিদর্শনে আসেন।মন্ত্রী মহদয় পরিদর্শনে এসে মসজিদটির পাশেই ভয়াল মেঘনার অবস্থা দেখে সাথে সাথে তিনি জিও ব্যাগ ফেলার নির্দেশ দেন। মাননীয় মন্ত্রী মহদয়ের নির্দেশে পরের দিনেই জিও ব্যাগ ফালানো হয়। জিও ব্যাগ ফালানোর ফলে এই পর্যন্ত মসজিদটি আল্লাহ টিকিয়ে রেখেছেন। কিন্তু পর্যাপ্ত পরিমাণে জিও ব্যাগ না ফালানোর কারনে মসজিদটি আবারও ঝুঁকির মুখে পরেছে। এখন বর্ষা মৌসুম এই মৌসুমে নদীর স্রোত অনেক বেশি থাকার কারনে মসজিদটি এখন আবার নদীর গর্বে বিলীন হওয়ার আশংকায় রয়েছে। তাই অতিদ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা।