নিজস্ব প্রতিবেদকঃ যান্ত্রিক ত্রুটির কারনে ৫ শতাধিক যাত্রী নিয়ে বরিশাল নদী বন্দরে আটকে রয়েছে ঢাকাগামী এমভি অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ।
বৃহষ্পতিবার (৮ আগষ্ট) রাত সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, লঞ্চের একটি পাখা ভেঙে যাওয়ায় লঞ্চটি যথাসময়ে বরিশাল নদী বন্দর ত্যাগ করতে পারেনি। লঞ্চটি রাত সোয়া ৯ টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করার কথা ছিলো।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লঞ্চটি পাখা মেরামতের কাজ চলছে। শেষ হলে বরিশাল নদী বন্দর ত্যাগ করেবে। যাত্রীসাধরন লঞ্চেই অপেক্ষা করছে।