ছবি সংগৃহীত
নিউজ ডেস্ক: বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খান মারা গেছেন। তাঁর পরিবার জানিয়েছে, ৮০ বছর বয়স্ক রাহাত খান বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তিনি ঢাকায় তাঁর ইস্কাটনের বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
একুশে পদকপ্রাপ্ত এই সাংবাদিক এবং লেখকের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
রাহাত খান দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক থেকে অবসর নিয়েছিলেন কয়েক বছর আগে। এরপর তিনি সরকারি সংবাদ সংস্থা বাসস-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন।
রাহাত খান কর্মজীবনে প্রবেশ করেছিলেন শিক্ষক হিসাবে। তিনি জগন্নাথ কলেজে শিক্ষকতা করেছেন। পরে সাংবাদিকতা পেশায় এসেছেন। তবে কথা সাহিত্যিক হিসাবেই তার পরিচিতি অনেক বেশি।
সূত্র:BBC News