মনিরুল ইসলাম।। বরিশালে অনুষ্ঠিত হলো গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন ইউনিট চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা।
উক্ত মানব বন্ধন ও প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা দুটি দাবি উত্থাপন করেনঃ-
১। বিভাগ পরিবর্তন ইউনিট চাই।
২। বাংলা,ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয় পূর্বের মান বন্টনে পরিক্ষা দিতে চাই।
শিক্ষার্থীরা মানববন্ধনে তাদের কেন্দ্রেীয় কমিটির গতকালকের সিদ্ধান্ত অনুযায়ী আজ ২৪ তারিখ সারাদেশে মানববন্ধন কর্মসূচি সমাপ্ত রাখার অনুরোধ জানান। সন্ধ্যার মধ্যে দাবি আদায়ের আল্টিমেটাম দেন। যদি দাবি না মেনে নেয়,তাহলে কালকে সারাদিন সব কর্মসূচি বন্ধ থাকবে এবং ২৬ তারিখ ঢাকার রাজপথে প্রেসক্লাব থেকে শাহাবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হবে। তারই সাথে শাহাবাগে সড়ক অবরোধ করার কথা রয়েছে। সেখানে তাদের ২৪ ঘন্টা আল্টিমেটাম দেয়ার সিন্ধান্তে যদি দাবি মেনে না নেয়,তবে সারা দেশে একযোগে আন্দোলন হবে,সড়ক অবরোধ সহ সকল কর্মসূচি পালন করার হবে।
আজকের প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মোঃ রাসেল মাহমুদ-যুগ্ম আহ্বায়ক, বিভাগ পরিবর্তন ইউনিট চাই, কেন্দ্রেীয় বাস্তবায়ন কমিটি এবং পরিচালনায় ছিলেন শহিদুল ইসলাম জাহিদ,তাছাড়া বক্তব্য রাখেন বিজন শিকদার- সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর পক্ষ থেকে সংহতি বক্তব্য রাখেন,নিরব ইসলাম,সাইফুল ইসলাম,লামিয়া ছাইমুন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
উক্ত মানববন্ধনে অংশ গ্রহণ করে বরিশাল জেলার সকল বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীরা।