ধানসিঁড়ি নিউজ।। মজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে শনিবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের পর পরই বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ মেহেন্দিগঞ্জে সুবিধাভোগী ১০০ পরিবারের নিকট ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে’র সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ, উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, সহিদ শাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম ইউপি চেয়ারম্যান আবদুল মকিম তালুকদার, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লা, ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউপি চেয়ারম্যান মনির হাওলাদার সহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ স্থানীয় নেতৃবৃন্দ।