মহিব্বুল্লাহঃ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের পাঁচজন চেয়ারম্যান প্রার্থী দলীয় মনোনয়ন (নৌকা) পেয়েছেন। এ উপজেলায় বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেননি। তবে চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
এদিকে হাতপাখা প্রতীকের প্রার্থীদের মধ্যে তিনজনের মনোনয়নপত্র যাচাই-বাছাইতে বাতিল করা হয়েছে। বাকি দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে চরফ্যাশন উপজেলার পাঁচজন চেয়ারম্যান প্রার্থীই নির্বাচিত হয়েছেন বলে চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।
নির্বাচিতরা হলেন- চরমাদ্রাজে আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি মো: আবদুল হাই, জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন হাওলাদার, এওয়াজপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহাবুবুর আলম খোকন, হাজারীগঞ্জের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি মো: সেলিম হাওলাদার এবং চরকলমী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাউছার আহম্মেদ মাস্টার।
তবে, সংরিক্ষত মহিলা সদস্য ও ওয়ার্ড ইউপি সদস্য পদে বিভিন্ন ইউনিয়নের একই ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকায় প্রতিয়োগিতা মূলক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে।