বিশেষ প্রতিনিধি : ৩০ মার্চ (মঙ্গলবার), ২০২১ বিকেল ৫টা, বরিশালে রচিত হলো এক ঐতিহাসিক উপাখ্যান -মুজিব শতবর্ষে কয়েক হাজার মানুষ ও প্লাকার্ড দিয়ে প্রদর্শন করা হলো মুজিব শতবর্ষ মানব লোগো। বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিকেল ৫টায় এই লোগো প্রদর্শন করা হয়।
এই মানব লোগো প্রদর্শনের জন্য একমাস অধিকাল সময় ধরে প্রস্তুতি নেয়া হয়। আওয়ামলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় ১২ হাজার মানুষ এতে অংশগ্রহণ করে। প্রায় এক লক্ষ ষাট হাজার বর্গফুট আয়তনের মানব লোগোতে ব্যবহার করা হয় ৯৪০৮টি পিভিসি। যার প্রতিটির আয়তন ১৬ বর্গফুট বিশিষ্ট প্রিন্ট করা পিভিসি কাঠের ফ্রেমে যুক্ত করে বোর্ড তৈরি করা হয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, জাতীর পিতার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে এমন আয়োজনা করা হয়েছে। তাঁর দাবী এটি দেশের সর্ববৃহৎ মানব লোগো।
মুজিব শতবর্ষে, শতবর্ষ মানব লোগো তৈরি বরিশালবাসী তথা দক্ষিণাঞ্চলের মানুষের জন্য নি:সন্দেহে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন। ব্যাতীক্রমী এমন আয়োজনে খুশি সাধারণ মানুষ।
সৌজন্যে: অপূর্ব অপু