ধানসিঁড়ি নিউজঃ
মানুষ কতটা মানবিক হতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান।
অধঃস্তন কর্মীবাহিনী ঠিকভাবে সঠিক খাবার খাচ্ছে কিনা, থাকার জায়গা, গোসলের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন কিনা, প্রাপ্য অনুযায়ী ছুটি পাচ্ছে কিনা এ বিষয়ে স্বশরীরে তদারকি করলেন মাননীয় বিএমপি কমিশনার সাহেব
কর্তৃপক্ষের একটুখানি ভালোবাসা পেলে অধঃস্তন পুলিশ সদস্যগণের মনোবল হাজার গুণ বেড়ে যায়।
ফোর্সের কল্যাণে কতোটা সদয় হওয়ার মানসিকতা থাকলে একজন পুলিশ কমিশনার গায়ের ঘাম ঝরিয়ে মেসের রান্নাঘরে আকস্মিকভাবে নিবির পর্যবেক্ষণে ঝুঁকেন ? মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়ের জন্য অফুরান দোয়া আর শুভ কামনা রইল। পুলিশের প্রতিটি ইউনিটে সরাসরি তদারকি আর জবাবদিহিতায় আলো আসবেই। জয় হবে মানবিকতার, পরিস্ফুটিত হবে আইনশৃঙ্খলার, শান্তি ফিরে আসবে এই সমাজে।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮
Desing & Developed BY ধানসিঁড়ি আইটি