রোজ মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৭:২৪


নেপালে মাউন্ট এভারেস্টের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৩, আহত ৪

নেপালে মাউন্ট এভারেস্টের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৩, আহত ৪

অনলাইন ডেস্কঃ নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলে রবিবার একটি ছোট যাত্রীবাহী বিমান উড্ডয়নের সময় পাশে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারের সাথে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়ে কমপক্ষে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

বিমান চলাচল কর্মকর্তা রাজ কুমার চিত্রী জানান, সকালে সামিট এয়ারের বিমানটি কাঠমান্ডুর উদ্দেশে লোকলা ত্যাগ করছিল। এ সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে মানাঙ এয়ারের একটি হেলিকপ্টারকে আঘাত করে। আহতদের হেলিকপ্টারে করে কাঠমান্ডু নিয়ে যাওয়া হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন- বিমানের একজন পাইলট এবং দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারের কাছে অবস্থান করা দুজন পুলিশ কর্মকর্তা। বিমানের চার যাত্রী এবং এক ক্রু নিরাপদ আছেন।

দুর্ঘটনার পর কর্তৃপক্ষ লোকলার তেনজিং হিলারি বিমাবন্দরের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এটি মাউন্ট এভারেস্টে যাওয়ার মূল পথ।

ছোট রানওয়ে ও কঠিন প্রবেশপথের কারণে এ বিমানবন্দরটিকে প্রায়ই বিশ্বের সবচেয়ে বিপদজনক বিমানবন্দর হিসেবে আখ্যায়িত করা হয়। শুধুমাত্র হেলিকপ্টার ও ছোট পাখার বিমানের জন্য এটি চালু করা হয়। এটি ৯ হাজার ৩৩৪ ফুট উচুঁ পাহাড়ের ওপর অবস্থিত।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam