ধানসিঁড়ি নিউজ //বরিশালে নগর বিএমপি’র অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ জন।
গত ২৩ জানুয়ারি ২০২২ খ্রি: রাত ১১টা ৩০ মিনিটের সময়ে নগর গোয়েন্দা বিএমপির একটি চৌকস টিম নগরীর কোতোয়ালী মডেল থানাধীন বিসিসি ২৩ নং ওয়ার্ডের নবগ্রাম রোডস্থ ” মারকাস মসজিদ সংলগ্ন চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে পুলিশ তিনজনকে ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হন। তারা হলেন ০১) কচুয়া ০৯ নং ওয়ার্ডস্থ চেয়ারম্যান বাড়ির সড়কস্থ হাওলাদার বাড়ির
মোঃ আব্দুল খালেক হাওলাদার, মাতা- মোসাঃ সেলিনা বেগম এর ছেলে মোঃ আঃ রহমান হাওলাদার(২৬) ০২) উজিরপুর উপজেলার বামরাইল ইউপির মোড়াকাঠি
হস্তিশুন্ড ঈঁদগাহ মাঠ সংলগ্ন ফরাজী বাড়ির মোঃ হিরু ফরাজী ও মোসাঃ সালমা বেগম এর ছেলে সাদীউল হাসান(২৬) ও ৩) একই এলাকার বেপারী বাড়ির মোঃ মনু মিয়া ও মোসাঃ রানু বেগম এর ছেলে মোঃ মাইনুল ইসলাম(২৪) কে (৫০+১০০)= ১৫০ পিস ইয়াবা সহ আটক করেন।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।