গতকাল ২১ জুন ২০২২ তারিখ রাত ১১টা ২৫মিনিটের সময়ে নগর গোয়েন্দা বিএমপির এসআই রাফসান জানির নেতৃত্বে একটি চৌকস টিম নগরীর কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ২৫নং ওয়ার্ডস্থ রুপাতলী বাস স্ট্যান্ড এর দক্ষিণ পাশে ০১নং ও ০২নং সাক্ষীর দোকানের সামনে ফুটপাতে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় ৩৫ বোতল ফেনসিডিল সহ
আবু সাইদ মোড়ল (৩৮), পিতা- মোঃ নজরুল ইসলাম মোড়ল, মাতা- মোছাঃ অজুবা খাতুন, সাং- লাউতারা, দাখিল মাদ্রাসার দক্ষিণ পাশে, উলসি ইউপি, ০৯নং ওয়ার্ড, থানা- শার্শা, জেলা- যশোরকে আটক করেন।
অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮
Desing & Developed BY ধানসিঁড়ি আইটি