যমুনা গ্রুপের কাভার্ডভ্যানের ধাক্কায় আহত বরিশালের সার্জেন্ট গোলাম কিবরিয়া ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
১৫ জুলাই, সোমবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় কর্মরত অবস্থায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের চৌকষ সার্জেন্ট গোলাম কিবরিয়াকে যমুনা গ্রুপের বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান চাপা দিলে তিনি গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কর হয়। বিকেলে সার্জেন্ট কিবরিয়াকে উন্নত চিকিৎসার জন্য হেলিক্যাপ্টারযোগে ঢাকা মেডিকেলে পাঠানো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮