নিজস্ব প্রতিবেদন// গত ২৯/০৫/২০২২খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক ০৩:৩০ মিনিটের সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানাধীন ১৯নং ওয়ার্ডস্থ শীতলাখোলা মুমীতু কমিউনিটি সামনে পাকা রাস্তার উপর মামলার বাদী অপূর্ব দাস , “সময় টেলিভিশন” সিনিয়র রিপোর্টর ও ব্যুরো প্রধান’কে ০৫/০৭ জন বেআইনী জনতাবদ্ধে পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে পথরোধ করে নিউজ করতে নিষেধ করাসহ প্রান নাশের হুমকি দেয়া। অপূর্ব অপুর অভিযোগের প্রেক্ষিতে কোতয়ালী মডেল থানার মামলানং-৭৭,তারিখ-২৯/০৫/২০২২খ্রিঃ,ধারা-১৪৩/৩৪১/৩২৩/৫০৬ পেনাল কোড রুজু করা হয়। মামলার তদন্তকারী অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ সাইদুর রহমান, কোতয়ালী মডেল থানা, বিএমপি, বরিশাল’কে মামলার তদন্তে সহায়তা করার জন্য মাননীয় পুলিশ কমিশনার, বিএমপি, বরিশাল এর সার্বিক তত্ত্বাবধানে উপ-পুলিশ কমিশনার (ডিবি), বিএমপি, বরিশাল এর নির্দেশনায় ঘটনাস্থলের রেকর্ডকৃত সিসি টিভির ভিডিও ফুটেজ সংগ্রহ, তথ্য প্রযুক্তির ব্যবহার ও সোর্সের দেওয়া তথ্য বিচার বিশ্লেষন করা হয়। এরই প্রেক্ষিতে আজ ০৩/০৬/২০২২খ্রিঃ রাত আনুমানিক ০৩:৪৫ মিনিটের সময়ে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন কুয়াকাটা পর্যটন এলাকায় বিএমপি (ডিবি) এর একটি চৌকশ টীম অভিযান পরিচালনা করে।
এই অভিযানে মামলায় সংশ্লিষ্টতা আছে এমন ০৩ (তিন) জনকে গ্রেফতার করা হয়। তারা হলো ১) মোঃ মামুন সিকদার @ ছিডা মামুন (৫০), পিতা- মৃতঃ আঃ বারেক সিকদার, মাতা- মৃতঃ জয়গুন বিবি, সাং- উত্তর আমানতগঞ্জ, ০৪নং ওয়ার্ড, থানা- কাউনিয়া, বিএমপি, বরিশাল, ২) নুরুন মোমেন @ কোটন (৪৮), পিতা- আঃ বারেক হাওলাদার, মাতা- নুর জাহান বেগম, সাং- বিসিক রোড, ০১নং ওয়ার্ড, থানা- কাউনিয়া, বিএমপি, বরিশাল, ৩) মোঃ মাহমুদ @ রিয়াজ (৪৫), পিতা- মৃতঃ আজিজ খান, মাতা- রোকেয়া বেগম, সাং- শের-ই বাংলা সড়ক, নথুল্লাবাদ, ২৮নং ওয়ার্ড, থানা- এয়ারপোর্ট, বিএমপি, বরিশাল।
ঘটনার সাথে জড়িত অপরাপর পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।