রোজ মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৯:০১


					
				

বিশেষ প্রতিবেদন : জনদুর্ভোগ

বিশেষ প্রতিনিধি – মোঃ মনিরুল ইসলামঃ উপরের ছবির জায়গাটি আমতলা বরিশাল সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের স্বাধীনতা পার্ক লেকের উত্তর পাশের রাস্তা ও সি এন্ড বি রোড সংযুক্ত তেমাথায়। রাস্তার মাঝেই রয়েছে সাপ্লাই পানির লাইনের চাবির পকেটের গর্ত। দীর্ঘদিন যাবৎ এটি ঢাকনা বিহীন অবস্থায় পড়ে রয়েছে।

দুটো স্লাব রয়েছে যার একটি গর্তটি থেকে অনেকটা দূরে রাস্তার মাঝে আরেকটি গর্তের এক পাশে অর্ধ ভাঙা অবস্থায়। যেহেতু এটি প্রায় রাস্তার মাঝখানে সেহেতু যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ, অহরহই ঘটছে দূর্ঘটনা বিশেষ করে রাতের বেলা।

পার্কে প্রাত:ভ্রমণ ও বৈকালিক ভ্রমণে অনেক লোকের সমাগম ঘটে সেই সাথে বিভিন্ন যানবাহনের। এখানে ঘুড়তে আসা লোকজন ও কয়েকজন রিকশা চালকের সাথে কথা বলে জানা গেছে, স্লাব দুটি রাস্তার মাঝে থাকায় রিকশা, অটো ধাক্কা লেগে প্রায়শই উল্টে পড়ে দূর্ঘটনা ঘটে থাকে।

গর্তটি এখন যে অবস্থায় রয়েছে তা রাস্তার সমতল থেকে প্রায় ২/৩ ইঞ্চি উঁচু আর স্লাব উঁচু রয়েছে ৪/৫ ইঞ্চি। এই স্লাব গর্তের মুখে দিলে ৭/৮ ইঞ্চি উঁচু হবে যা রাস্তার মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্ট করে দুর্ঘটনার প্রকোপ বাড়িয়ে তুলবে। তাই স্লাব দুটি জরুরী ভিত্তিতে রাস্তার সমতলে স্থাপন করে যান চলাচল ঝুঁকিমুক্ত করতে ওয়ার্ড কাউন্সিলর এর মাধ্যমে মেয়র মহোদয়ের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয় জনগণ।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam