নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালে ৩০টি দরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করলেন বরিশাল ইয়ুথ চেঞ্জ মেকার ও রং পেন্সিল মিডিয়ার সদস্যরা।
বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে শনিবার বিকাল ৫টায় এই ঈদ সামগ্রী বিতরন করা হয়।
এর আগে বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বস্তিতে ইয়ুথ চেঞ্জ মেকার ও রং পেন্সিল মিডিয়ার সদস্যরা নিজেরা গিয়ে তাদের সাথে কথা বলে দরিদ্র পরিবার বাছাই করে টোকেন দিয়ে আসে।পরে শনিবার বিকালে তাদের ঈদ সামগ্রী বিতরন করা হয়।
ইয়ুথ চেঞ্জ মেকার বরিশাল এর টিম লিডার রুমা আক্তার বলেন,আমরা সব সময় গরীব অসহায়দের পাশে আছি। তাই সংগঠনের সদস্যরা সবাই মিলে নিজেদের হাত খরচের টাকা দিয়ে এই আয়োজন টি করেছি। এবার আমরা ৩০ টা পরিবারকে ঈদ সামগ্রী দিয়েছি।
রং পেন্সিল মিডিয়ার পরিচালক শাওন অরন্য বলেন, বিগত বছরগুলির ধারাবাহিকতা বজায় রেখে এবারো আমরা দরিদ্র পরিবার গুলির পাশে দাঁড়িয়েছি। আমাদের রং পেন্সিল মিডিয়ার সদস্যরা অতীতেও দরিদ্রদের পাশে ছিল, এখনো আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।
ছবিঃ শাওন অরন্য।
ঈদ সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ুথ চেঞ্জ মেকার বরিশাল ও রং পেন্সিল মিডিয়ার সদস্যরা।
বিকাল ৬টা ৩০ মিনিটে ঈদ সামগ্রী বিতরন এর মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
Desing & Developed BY ধানসিঁড়ি আইটি