রাজধানীর লালবাগের পোস্তায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।
১৪ই আগষ্ট রোজ বুধবার রাত ১০টা ৪০ মিনিটে লালবাগের পোস্তায় একটি প্লাষ্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। স্থানীয় প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। কাঠ-টিনের ঘর ও প্লাস্টিকের মত দাহ্য বস্তু থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।