ধানসিঁড়ি নিউজ।। কোভিড -১৯ প্রতিরোধে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা কর্তৃক আয়োজিত ২৬ নভেম্বর ২০২০ খ্রিঃ রোজ বৃহস্পতিবার বরিশাল লঞ্চ ঘাট বিআইডব্লিউটিএর পার্কিং প্রাঙ্গণে “সচেতনতামূলক সভা ” অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।
তিনি বলেন,আমরা অসুস্থ হয়ে গেলে অর্থনৈতিকভাবে দূর্বল হয়ে যাবো, দেশ পিছিয়ে যাবে। অর্থনীতির চাকা সচল রাখতে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে।
করোনা ভাইরাসের হাত-পা নেই আমার -আপনার হাতের মাধ্যমে শরীরে প্রবেশ করবে। টিকা আসার আগে আমাদের সতর্কতা অবলম্বন করে টিকে থাকতে হবে।
সচেতনতা মূলক ব্যবস্থা গ্রহণ করে যারা নিজেকে সংক্রমণ থেকে বাঁচিয়ে সুস্থ রাখতে পেরেছেন তাঁরাই প্রথম কাতারে যোদ্ধা।
দেশের উন্নতির কথা ভেবে সমৃদ্ধির কথা ভেবে আমাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি নিশ্চিত করতে হবে। নিজে সুস্থ থাকার পাশাপাশি আশপাশের মানুষকেও মাস্ক পরিধান করতে বাধ্য করতে হবে।
মুখ নাক দিয়ে করোনাভাইরাস প্রবেশ করতে না পারে সে বিষয়ে খেয়াল রেখে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা বিএমপি মোঃ রাসেল।
এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা বিএমপি মোঃ নুরুল ইসলাম পিপিএম, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আসাদুজ্জামান এবং পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ মোজাম্মেল হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ,যুগ্ম পরিচালক বরিশাল নদীবন্দর মোঃ মোস্তাফিজুর রহমান,সর্বস্তরের জনগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।