মনিরুল ইসলাম।।মহামারী করোনা ভাইরাসের ২য় জোয়ার রুখতে সরকারি নির্দেশনা পালনে বহুবার করা অনুরোধে কোন সফলতা না পেয়ে এবার মাঠে নেমেছেন জেলা প্রশাসন বরিশালের ম্যাজিস্ট্রেট টিম।
সারাদেশের জনসাধারণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশনায় আজ নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অভিযান চালানো হয়। এ অভিযানের নেতৃত্ব দেন শরীফ মো. হেলাল উদ্দিন এবং নিরুপম মজুমদার(নির্বাহী মাজিস্ট্রেট জেলা প্রশাসন বরিশাল) সঙ্গে ছিলেন মোঃ জাকির হোসেন (স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক বরিশাল)
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. হেলাল উদ্দিন নগরীর জেলখানা মোড় এবং নিরুপম মজুমদার নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালিয়ে মাস্ক বিহীন মোট ৫৩ জন ব্যক্তিকে ৮ হাজার ৪শ’ টাকা জরিমানা করেন।
এ সময় কোতোয়ালী মডেল থানা ও বিমান বন্দর থানাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ এ অভিযানে সহায়তা করেন।