ধানসিঁড়ি নিউজ।। আজ ২৯ নভেম্বর রোববার দুপুর ১ টার দিকে মেহেন্দীগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন মেহেন্দিগঞ্জ এর আয়োজনে জাতীয় সমাজকল্যাণ পরিষদ, বরিশাল প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগীতায় মেহেন্দিগঞ্জ উপজেলার প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা এবং আমার বড়ি আমার খামার এর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার, মেহেন্দিগঞ্জ জনাব পিজুস চন্দ্র দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মাহফুজুল আলম লিটন, পৌর মেয়র মোঃ কামাল উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, রহমান বিনতে শফিকুল ইসলাম, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেহেন্দীগঞ্জ উপজেলার ৩৩ জন প্রতিবন্ধীদের মাঝ হুইল চেয়ার ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের মাঝে একলাখ টাকার আর্থিক অনুদানের চেক এবং ৪ জন আমার বাড়ি আমার খামার এর সদস্যদের মাঝে ২ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
Desing & Developed BY ধানসিঁড়ি আইটি