ধানসিঁড়ি নিউজঃ নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ ২৬ ডিসেম্বর ২০২০ তারিখে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বরিশালের একমাত্র নিবন্ধন ভুক্ত ও বেসরকারি সার্ভেয়ারদের সর্ববৃহৎ সংগঠন বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন (বিএনএসএ)’র কার্যনির্বাহী পরিষদের আনুষ্ঠানিক নির্বাচন।
সম্পূর্ন গনতান্ত্রিক পদ্ধতিতে স্বচ্ছ ব্যালট বক্সের মাধ্যমে ভোটারগণ সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৭৫ জন এবং সর্বোচ্চ ভোট কাস্টিং হয় ১৪২টি।
উক্ত নির্বাচনে ২০ টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে নির্বাচিত হন এম এ সালাম মিঞা,সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ জাকির হোসেন তালুকদার,সহ-সভাপতি পদে দু’জন যথাক্রমে মোঃ আবুল হাসান ও মোঃ রুহুল আমীন,সহ-সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ও মিজানুর রহমান মিজান,সাংগঠনিক সম্পাদক পদে কাজী মোঃ সাইফুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবুল বাশার, কোষাধ্যক্ষ পদে মোঃ বাবুল আক্তার, সহ-কোষাধ্যক্ষ পদে মোঃ এনামুল হক হাওলাদার, দপ্তর সম্পাদক পদে মোঃ কামাল হোসেন খলিফা, সহ-দপ্তর সম্পাদক পদে নাইমুর রহমান ফরিদ, প্রচার সম্পাদক পদে মোঃ শফিকুল ইসলাম আনু, সহ-প্রচার সম্পাদক পদে দু’জন যথাক্রমে বজলুর রহমান মোল্লা ও মোঃ আরমান হোসেন রিয়াদ, ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মোঃ শফিক আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোঃ রিয়াদুল ইসলাম রিয়াজ, আইন ও বিচার বিষয়ক সম্পাদক পদে মোঃ এরশাদুল ইসলাম নিজাম, সমাজ সেবা সম্পাদক পদে মোঃ কাঞ্চন সরদার, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোঃ সিদ্দিকুর রহমান,পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মোঃ সুলতান হোসেন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম এবং নির্বাহী সদস্য হিসেবে তিনজন যথাক্রমে মোঃ মালেক সরদার, মোঃ নজরুল ইসলাম ও মোঃ ওমর ফারুক নির্বাচিত হন।
উক্ত নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোসাঃ রেহেনা পারভীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, বরিশাল সদর বরিশাল।
প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জাকির হোসেন, অধ্যাপক, বাবুগঞ্জ কলেজ।
সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রণজিৎ দত্ত, নির্বাহী পরিচালক, পিপলস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিডিও)।
পুলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জুলফিকার আলী বিশ্বাস, সাবেক প্যানেল চেয়ারম্যান, কুলকাঠি ইউনিয়ন পরিষদ, নলছিটি, ঝালকাঠি।