বিশেষ প্রতিনিধিঃ বরিশালে করোনার টিকা কেন্দ্রে ভিড় বেড়েই চলছে। প্রতিদিন করোনার টিকা গ্রহণকারীদের লাইন দীর্ঘ হচ্ছে। প্রতিদিনই আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের।
গত ৪ দিনের মতো আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পঞ্চম দিন সকালে বরিশাল নগরীর ৭টি সহ জেলার ১৬টি টিকা কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে আগ্রহীদের ভীড় চোখে পড়ার মতো। লোক সমাগম বেশী হওয়ায় লাইনে দাড়িয়ে টিকা নিতে হয়েছে তাদের।
বরিশাল সদর হাসপাতালে টিকা নিতে আসা একাধিক জনের সাথে কথা বলনে তারা বলেন, আগে মানুষের মাঝে টিকা নিয়ে নানা ভীতি ছিল। অনেকে নিচ্ছে, কোনো সমস্যার কথা শুনছি না তাই ভীতি কাটিয়ে নিজেদের সুরক্ষার জন্য টিকা নিতে আসছি। তারা সকলকে টিকা নেওয়ার জন্য বলেন।
সামনের দিনগুলোতে টিকা গ্রহণকারীদের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। টিকা গ্রহণকারীদের ভীড় সামলাতে সকল প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।