ধানসিঁড়ি নিউজ।। গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা বিএমপি’র পুলিশ পরিদর্শক ফিরোজ আহম্মদ সহ সঙ্গীয় অফিসারবৃন্দ অদ্য-০৯ এপ্রিল ২১ খ্রিঃ ৫ঃ৩০ ঘটিকায় কোতোয়ালি মডেল থানাধীন বিসিসি ০৯ নং ওয়ার্ডের রসুলপুর বস্তির জনৈক আনোয়ার হোসেন মুন্সির ভাড়াটিয়া ঘরের পশ্চিম পার্শ্বের বসত ঘরে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায়, ০৯ নং ওয়ার্ডের রসুলপুর বস্তির জনৈক আনোয়ার হোসেন মুন্সির ভাড়াটিয়া গুলজার হোসেনের ছেলে মোঃ হাফিজ (২৮) ও তাঁর স্ত্রী রোজিনা (২৫) কে ১৫০(একশত পঞ্চাশ ) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন।
ধৃত দম্পতির বিরুদ্ধে, সংশ্লিষ্ট থানায়, আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।