মেহেন্দিগঞ্জঃ “জরুরী চিকিৎসা সেবায় বাংলাদেশ সেনাবাহিনী” এই শ্লোগানকে সামনে রেখে
বর্তমানে গ্রীষ্মকালীন ঋাতুতে অসহ্য গরম আর অনাবৃষ্টির দরুন অসচেতনতার কারণে লোকজনের ডায়রিয়া, আমাশয়,কলেরা সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া বর্তমান করোনা পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগে দরিদ্র মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমাতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২৬ এপ্রিল) দুপুর ১২টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডায়রিয়া রোগীদের মাঝে আইভি(IV)স্যালাইন বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন এর সৌজন্যে ৬ পদাতিক ব্রিগেড ৬২ ইস্ট বেঙ্গল এ সার্বিক ব্যবস্থাপনায় বর্তমানে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডায়রিয়া রোগীদের মাঝে এক হাজার প্যাকেট আইভি স্যালাইন বিতরণ করেন সেনাবাহিনীর পক্ষ থেকে ৬২ ইস্টবেঙ্গল এর ক্যাপ্টেন মো. ইয়াসির আরাফাত।
এসময় মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রমিজ আহমেদ স্যালাইন গ্রহণ করেন।