ধানসিঁড়ি নিউজ।। বিএমপি’র অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার একজন।গতকাল ০৬ জুলাই ২০২১ খ্রিঃ বিকাল ৬ ঘটিকায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক ফিরোজ আহম্মদ এর নেতৃত্বে, এস আই সৈয়দ খায়রুল আলম সঙ্গীয় অফিসারবৃন্দ এয়ারপোর্ট থানাধীন বিসিসি ২৭নং ওয়ার্ডস্থ ডেফুলিয়া সোনামিয়ার পোল বাজার সংলগ্ন “বাইতুল জান্নাত জামে মসজিদ” এর সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায়, কোতোয়ালি মডেল থানাধীন মুসলিম গোরস্থান রোডস্থ “তাসিন ভিলা” নিবাসী মোঃ মোস্তাফিজুর রহমান এর ছেলে মশিউর রহমান ওরফে অরিন বাবু(৩০) কে ১৫০০(এক হাজার পাঁচশত ) পিস ইয়াবা সহ গ্রেফতার করেন।
এ-সংক্রান্তে, ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।