ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে পৌঁছেছে চীন থেকে আমদানিকৃত ভ্যাক্সিন “সিনোফার্ম (ভেরোসেল)”

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১০:৫০:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • ৬৪৫ বার পড়া হয়েছে

মনিরুল ইসলাম।। বরিশালে পৌঁছেছে চীন থেকে আমদানিকৃত ভ্যাক্সিন “সিনোফার্ম (ভেরোসেল)”।

আজ ০৯/৭/২০২১ তারিখ চীন থেকে আমদানিকৃত কোভিড -১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশের জন্য ২০ লক্ষ ভ্যাক্সিন “সিনোফার্ম (ভেরোসেল)” এর মধ্যে বরিশাল জেলার জন্য ৩৯ বক্স x ৮০০ অর্থাৎ ৩১,২০০ ডোজ ভ্যাক্সিন রিসিভ করা হয়েছে।

জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর পক্ষে রাজিব আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সিভিল সার্জন বরিশাল, পুলিশ সুপার বরিশালের প্রতিনিধি, ড্রাগ সুপার ও অন্যান্য সদস্যদের উপস্থিততে রিসিভ করেন।

শীঘ্রই এর প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানা যায়। এ নিয়ে সিনোফার্মের মোট ৩১ লক্ষ ডোজ ভ্যাক্সিন পাওয়া গেল, ইতোপূর্বে ১১ লক্ষ ডোজ উপহার হিসেবে পাওয়া গিয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।

বরিশালে পৌঁছেছে চীন থেকে আমদানিকৃত ভ্যাক্সিন “সিনোফার্ম (ভেরোসেল)”

আপডেট সময় : ১০:৫০:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১

মনিরুল ইসলাম।। বরিশালে পৌঁছেছে চীন থেকে আমদানিকৃত ভ্যাক্সিন “সিনোফার্ম (ভেরোসেল)”।

আজ ০৯/৭/২০২১ তারিখ চীন থেকে আমদানিকৃত কোভিড -১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশের জন্য ২০ লক্ষ ভ্যাক্সিন “সিনোফার্ম (ভেরোসেল)” এর মধ্যে বরিশাল জেলার জন্য ৩৯ বক্স x ৮০০ অর্থাৎ ৩১,২০০ ডোজ ভ্যাক্সিন রিসিভ করা হয়েছে।

জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর পক্ষে রাজিব আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সিভিল সার্জন বরিশাল, পুলিশ সুপার বরিশালের প্রতিনিধি, ড্রাগ সুপার ও অন্যান্য সদস্যদের উপস্থিততে রিসিভ করেন।

শীঘ্রই এর প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানা যায়। এ নিয়ে সিনোফার্মের মোট ৩১ লক্ষ ডোজ ভ্যাক্সিন পাওয়া গেল, ইতোপূর্বে ১১ লক্ষ ডোজ উপহার হিসেবে পাওয়া গিয়েছিল।