নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত স্বাস্থ্যকর্মীর পরিবারের সদস্যদের পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এছাড়াও সোমবার বিকেলে পটিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের গোবিন্দরখীল এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত ওই পরিবারটিকে এলাকার উশৃঙ্খল লোকজন বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে।পরে ইউএনওর হস্তক্ষেপে উশৃঙ্খল লোকজনের হাত থেকে রক্ষা পায় পরিবারটি।
আক্রান্ত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইমারজেন্সি অ্যাটেনডেন্স পদে কর্মরত। সপরিবারে পটিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের গোবিন্দরখীল এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, ওই পরিবারকে হুমকির খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের সহযোগিতায় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা ওই এলাকায় গিয়ে উশৃঙ্খল লোকজনদের ধাওয়া দিয়ে পরিস্থিতি শান্ত করেন। ইউএনও মাইকে এলাকাবাসীকে নিজ নিজ ঘরে থাকার অনুরোধ করে করোনা সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেন। এছাড়া আক্রান্ত পরিবারের কাছে খাবার পৌঁছে দেন এবং যেকোন প্রয়োজনে তাকে ফোন করার অনুরোধ করেন ইউএনও ফারহানা জাহান উপমা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ জাবেদ বলেন, হুমকির বিষয়টি ওই কর্মী তাকে জানিয়েছেন। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউএনও ও থানার ওসিকে জানানো হয়েছে।
হুমকির বিষয়ে ওই স্বাস্থ্যকর্মী বলেন, করোনা শনাক্ত হওয়ার খবর জানার পর থেকে তিনি বাড়িতে ‘আইসোলেশনে’ আছেন। কিন্তু গত শনিবার রাত আটটার দিকে পাশের দুটি বাড়ির লোকজন তার বাড়ির সামনে এসে চিৎকার-চেঁচামেচি করতে থাকে। একপর্যায়ে তারা বলেন, বাড়ি থেকে পরিবারের কেউ বের হলে পেট্রল দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। অথচ করোনার ফল আসার পর থেকে তারা কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না।
ইউএনও ফারহানা জাহান উপমা বলেন, ওই স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের ধর্য্য ধরে চিকিৎসা নেওয়ার জন্য অনুরোধ করেছি। উশৃঙ্খল লোকজনদের ধাওয়া দেওয়া হয়েছে।
সূত্র: সমকাল