নিজস্ব প্রতিবেদন।। করোনা ভাইরাস শিখিয়েছে অনেক কিছু আবার পরিবর্তনও করেছে অনেক। কিন্ত কিছু কিছু মানুষের স্বভাবের পরিবর্তন এখনও হয়নি। প্রতারনা করে যাচ্ছে এখনো।এমন মানুষ যেন শোধরানোর নয়।
এই মহামারীকে পুঁজি করে যারা মানুষ ঠকায় তারা আদৌ মানুষের মধ্যেই পড়েনা। গতকাল (০৯/০৬/২০২০ খ্রি. তারিখ) রাত অনুমান ৯ঃ৩০ টায় পাতারহাট বন্দরের তেমুহনী মোড় এলাকায় অবকাশ হোটেলের সামনে পানি মিশ্রিত ভেজাল হ্যান্ডরাব (Hand Rub) তথা সাবান মিশ্রিত পানি বিক্রয়ের সময় মোঃ নুরে আলম ও মোঃ আনোয়ার হোসেন নামের দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়৷ মেহেন্দিগঞ্জ ইউএনও পিজুস চন্দ্র দে এর সঠিক তত্বাবধানে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় হেক্সিসল বলে সাবান মিশ্রিত পানি বিক্রয়ের অপরাধে তাদেরকে ১০০০০/= (দশ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করে জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়৷
এতে সহযোগিতা করেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক জনাব রবীন্দ্রনাথ সিংহ ও তার দল।
ইউএনও পিজুস চন্দ্র দে বলেন, প্রতারক ধরতে সদা তৎপর তার প্রশাসন। কোন প্রতারকের স্খান মেহেন্দিগঞ্জে হবে না।