ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আলতা মাখা পা দু’খানা নুপুর রিনিকঝিনি, দুধে আলতা রুপের বাহার লম্বা চুলে বেণী।

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৫:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
  • ১১৭৪ বার পড়া হয়েছে

প্রথম প্রেম
__________ওবায়দুল হক

একটুখানি দেখবো বলে
ঠিকানা বিহীন পথ,
তোর উঠোনে নিদ্রাবিহীন
পুঁথি পাঠের রাত।
.
কলসি খালি করে যেতে
পদ্ম পুকুর ঘাট,
সখের ভেলা ঘুড়ির মেলায়
হিজলতলী মাঠ।
.
হৃদ সাগরে সাঁতার কেটে
নিত্য পাড়াপাড়,
এমনি করে খুলেছিলো
দুই হৃদয়ে দ্বার।
.
পথের বাঁকে কলেজ ফাঁকে
দূর থেকে হয় দেখা,
কাঁঠাল পাতা,হলুদ ছাতায়
টুকরো চিঠি লেখা।
.
আলতা মাখা পা দু’খানা
নুপুর রিনিকঝিনি,
দুধে আলতা রুপের বাহার
লম্বা চুলে বেণী।
.
স্বপ্ন বুণে প্রহর গুনে
চাকুরি খোঁজে দূরে ,
এসে দেখি হৃদয় রাণী
বধু পরের ঘরে ।

১৭/৬/২০২০ খ্রিঃ

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের উপর মহলে বড় ধরনের রদবদল

© All rights reserved © ধানসিঁড়ি নিউজ
কারিগরি সহযোগিতায়ঃ Diganta IT Ltd.

আলতা মাখা পা দু’খানা নুপুর রিনিকঝিনি, দুধে আলতা রুপের বাহার লম্বা চুলে বেণী।

আপডেট সময় : ০৫:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০

প্রথম প্রেম
__________ওবায়দুল হক

একটুখানি দেখবো বলে
ঠিকানা বিহীন পথ,
তোর উঠোনে নিদ্রাবিহীন
পুঁথি পাঠের রাত।
.
কলসি খালি করে যেতে
পদ্ম পুকুর ঘাট,
সখের ভেলা ঘুড়ির মেলায়
হিজলতলী মাঠ।
.
হৃদ সাগরে সাঁতার কেটে
নিত্য পাড়াপাড়,
এমনি করে খুলেছিলো
দুই হৃদয়ে দ্বার।
.
পথের বাঁকে কলেজ ফাঁকে
দূর থেকে হয় দেখা,
কাঁঠাল পাতা,হলুদ ছাতায়
টুকরো চিঠি লেখা।
.
আলতা মাখা পা দু’খানা
নুপুর রিনিকঝিনি,
দুধে আলতা রুপের বাহার
লম্বা চুলে বেণী।
.
স্বপ্ন বুণে প্রহর গুনে
চাকুরি খোঁজে দূরে ,
এসে দেখি হৃদয় রাণী
বধু পরের ঘরে ।

১৭/৬/২০২০ খ্রিঃ